Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে হাত-পা বাধা অবস্থায় জেলের লাশ উদ্ধার
ফরিদগঞ্জে হাত-পা বাধা অবস্থায় জেলের লাশ উদ্ধার

ফরিদগঞ্জে হাত-পা বাধা অবস্থায় জেলের লাশ উদ্ধার

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের বেয়ারীপুর দাসপাড়ায় ইটভাটার কাছে শনিবার ডাকাতিয়া নদীতে হাত-পা বাধা অবস্থায় সুখরঞ্জন নামের এক জেলের লাশ পাওয়া গেছে। ফরিদগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য প্রেরণ করেন ।

জানা যায় নিহত সুখরঞ্জনের বাড়ি বেয়ারীপুর গ্রামের দাসবাড়ি। তার পিতার নাম নুকুল চন্দ্র দাস। নিহত সুখরঞ্জনের ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

নিহত সুখরঞ্জনের স্ত্রী জানান গত বৃহষ্পতিবার সুখরঞ্জন সকালে নিখোজ হয়। সম্ভাব্য সব জাযগায় খোজ করে সন্ধান না পাওয়ায় স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানিয়েছেন।

শনিবার সকালে ইটভাটার মাটি কাটার শ্রমিকরা ট্রলারে করে মাটি নিয়ে আসার সময় ডাকাতিয়া নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে চিৎকার দিলে স্থানীয় গিয়ে সুখরঞ্জন লাশ বলে সনাক্ত করে ।

এলাকাবাসী ও নিহতের স্ত্রী সূত্রে জানা যায় নিহত সুখরঞ্জনকে কে বা কারা তাকে হত্যা করেছে তা বোধগম্য নয়।

এলাকাবাসী আরো জানান নিহত সুখরঞ্জন সহজ সরল প্রকৃতির ও খেটে খাওয়া মানুষ ছিল। তার সাথে কারো শত্রুতা ছিল এমন মনে হয় না।

তারা আইনের মাধ্যমে প্রকৃত দোষী বেরিয়ে আসবে এমনটি আশা করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদপুর টাইমসকে বলেন, ‘খবর শুনে লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য প্রেরণ করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি ও চলছে।’

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 : আপডেট ৯:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার

ডিএইচ