ফরিদগঞ্জে হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও সভা

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২৫ ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং আইইউজিপি প্রকল্পের সহযোগিতায় এ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, পৌর প্রশাসকের সহায়ক সদস্য ও যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অভিভাবকরা যদি তাদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শেখান, তাহলে তারা ভবিষ্যতে অনেক বড় ধরনের রোগবালাই থেকে মুক্ত থাকতে পারবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ অক্টোবর ২০২৫