ফরিদগঞ্জে কোমলমতি শিশুদের মধ্যে প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে নব উদ্যমে যাত্রা শুরু করেছে ‘হলি মিশন একাডেমি’। বন্ধ হয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের কলকাকলীতে মুখরিত করতে সাহসী পদক্ষেপ নিয়েছে ‘মাতৃছায়া কিন্ডারগার্টেন’।
১১ ডিসেম্বর শনিবার দুপুরে আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পুনঃ জাগরণের সূচনা হয়েছে। এতে স্বস্তির নিঃশ^াস নিয়েছে এলাকাবাসী, অভিভাবক মহল ও শিক্ষক মন্ডলী। তারা বর্তমান উদ্যোক্তাদের অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।
সূত্রে প্রকাশ, উপজেলার ৮ নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের কড়ৈতলী চৌরাস্তায় অবস্থিত ‘হলি মিশন একাডেমি’। চারজন উদ্যোক্তা ২০১৩ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিপাঠ চলতে থাকে। কোভিড-১৯ এর আঘাতে দেশের বেশকিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ হয়ে যায় এ বিদ্যালয়টি। বিচ্ছিন্ন হয়ে পড়ে শিক্ষার্থীগণ। বিধ্বস্ত হয়ে পড়ে বিদ্যালয় ঘর। ক্ষতিগ্রস্ত হয় সকল আসবাবপত্র, বৈদ্যুতিক ব্যবস্থা, মালামাল ও মাঠ।
বিদ্যালয়টি পুনরায় চালু করতে উদ্যোক্তাগণ উদ্যোগ গ্রহণ করেন। তারই অংশ হিসেবে অক্টোবর মাসের শেষেরদিকে মাতৃছায়া কিন্ডারগার্টেন কর্তৃপক্ষের স্মরণাপন্ন হন। কথা বলেন, ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত মাতৃছায়া’র প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাসুদ এর সঙ্গে। উভয়পক্ষের সম্মতিতে রেজাউল করিম মাসুদ বিদ্যালয় এর সার্বিক দায়িত্বভার গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বিদ্যালয়ের সকল অবকাঠামো ঢেলে সাজিয়েছেন তিনি।
শনিবার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ে ভর্তিসহ সকল প্রকার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এতে সভাপতিত্ব করেন মাতৃছায়া কিন্ডারগার্টেন এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমির হোসেন পাটওয়ারী। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী, কর্তৃপক্ষকে সহযোগিতা ও উৎসাহ প্রদান করতে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত হন ও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, চাঁদপুর এভারগ্রীণ ক্লাব এর সভাপতি ডাক্তার মোঃ জালাল উদ্দিন রুমী, স্থানীয় কড়ৈতলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এস.এম. মিজানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল মোতালেব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন কবির ও প্রকৌশলী সুলতান মাহমুদ।
অতিথিগণ হলি মিশন একাডেমি’র সার্বিক প্রস্তুতির খবর নেন। তারা আশা প্রকাশ ও প্রত্যাশা করেন সকলের সহযোগিতার মধ্য দিয়ে বিদ্যালয়টি শিক্ষার আলো জ¦ালিয়ে রাখবে। অতিথিগণ নিজেরা অব্যাহতভাবে ও সাধ্যমত সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তারা বিশেষ করে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, তাফাজ্জল হোসেন পাটওয়ারী, আলমগীর হোসেন দর্জি, শিক্ষক বিল্লাল হোসেন, পল্লী চিকিৎসক আব্দুল কুদ্দুছ, মহসীন হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, রেজাউল করিম মাসুদ। দোওয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন। বিশেষ সহযোগিতা করেন, শিক্ষক নাসরীণ ফেরদৌস রুবী, ফাতেমা আক্তার সুমী, ফেরদৌসী আক্তার, রোকসানা আক্তার, শিপু আক্তার, সালমা খাতুন, মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ। শিক্ষার্থী সামিয়া বিনতে সালেহ, তামিম হোসেন, ওমর ফারুক শামিম, সৈয়দ তাহসীন আহমেদ, মেহেদি হাসান ফুয়াদ, মিশকাত বিনতে সাইফুল ও দিয়া বিনতে হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল।
রেজাউল করিম মাসুদ জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শ্রেণি কার্যক্রম শুরুর লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, সকল মহলের সহযোগিতার মধ্য দিয়ে হলি মিশন একাডেমির শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১১ ডিসেম্বর ২০২১