Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
হয়রানির

ফরিদগঞ্জে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জমি সংক্রান্ত বিরোধ নিজেদের স্বজনদের সাথে। এই নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু এই ঘটনাকে পাশ কাটিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে বা মামলা দিয়ে হয়রানি করছে স্বজন ও এলাকার লোকজনদের। ফলে বাধ্য হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

১৫ এপ্রিল মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের রূপসা-ফরিদগঞ্জ সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলমদের বাড়িতে সেলিমগংদের সাথে তাদের স্বজনদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু জমি সংক্রান্ত ঝামেলাকে পাশ কাটিয়ে সেলিমগংরা ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে স্বজনদের পাশপাশি আশপাশের লোকজনকেও হয়রানি করছে। ভিত্তিহীন মামলা ও মিথ্যা অভিযোগ তুলে হয়রানি চরম পর্যায়ে নিয়ে গিয়েছে।

সর্বশেষ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) বিকালে তাদের সাথে কোন ধরনের ঘটনা না ঘটলেও তাদের মারধর ও হামলা করেছে এমন অভিযোগ উঠিয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে ঘটনার কোন সত্যতা খুঁজে পায়নি। তাই তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামছে। তারা সেলিম গংদের মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পশ্চিম রুপসা এলাকার বাসিন্দা আবদুল হান্নান (সাবেক বিডিআর), তাহসিফ ফাহাদ, আবু তাহের, হাসিনা বেগমসহ আরো অনেকে।

প্রতিবেদক: শিমুল হাছান,১৫ এপ্রিল ২০২৫