ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিভিন্ন ব্যক্তির খাদ্য সহায়তা

করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকারি নানা বিধি নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া নিন্মআয়ের ২ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী নিয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম।

৫ এপ্রিল (শনিবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৭ নং পাইকপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পি. এম আক্তার, ইউপি সদস্য আলম, যুবলীগ নেতা আব্দুর রহিম প্রমূখ।

এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজার রাখুন এবং ঘরে থাকার বিষয়ে সরকারিভাবে যে আহ্বান জানানো হয়েছে তা মেনে চলার অনুরোধ জানান।

করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন নিন্মআয়েরমানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম সউদ।

করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রকোপে সারাদেশে সতর্কতা জারি করেছে প্রশাসন। তাই অসহায়দের কথা চিন্তা করে ৫ এপ্রিল (রবিবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন স্থানে কামরুল ইসলাম সউদ নিজ উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেন।

এ সময় কামরুল ইসলাম সউদন করোনাভাইরাসের বিষয়ে তাদের সচেতন করে বলেন, সরকারের নির্দেশনা মেনে আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে।

এছাড়া কর্মহীন হয়ে পড়া উপজেলার ৩ শতাধিক নিন্মআয়ের মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম নান্টু।

রোববার পৌরসভা ও ১৫ টি ইউনিয়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা ইমাম হোসেন, ঢাকা করেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন ইমন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, ছাত্রদেল নেতা কামরুল হাছান, শাওন চৌধুরী, সাদ্দাম হোসেন সম্রাট, আমজাদ হোসেন শিবলু, আল আমিন, জহিরুল ইসলাম, অহিদুর রহমান প্রমূখ।

এসময় জাহাঙ্গীর আলম নান্টু বলেন, সবাই যাতে ঘরে থাকেন সে জন্যে পৌরসভা ও ১৫টি ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব পালন ও ঘরে থাকার বিষয়ে আহ্বান জানান।

প্রতিবেদক : শিমুল হাছান, ৫ এপ্রিল ২০২০

Share