চাঁদপুরের ফরিদগঞ্জে সুবিদপুর (পশ্চিম) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮ জন হত দরিদ্র মহিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বুধবার (৩০ নভেম্বর) ইউপি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের ডিএফ শাহরিয়ার রহমান।
এসময় তিনি বলেন, ‘সরকার আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আপনারা যেন আপনাদের পরিবার নিয়ে একটু সুন্দর জীবন যাপন করতে পারেন। এ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা সবাই মিলে দেশের উন্নয়নের জন্য কাজ করতে এগিয়ে আসবো।’
পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মো. মোহসীন হোসেনের সভাপতিত্বে ও সচিব মোস্তাফা খানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনোয়র হোসেন, আবু হানিফ, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, হাসিনা বেগম, আয়শা বেগম, নাজনীন ইসলাম, আব্দুস ছাত্তার প্রমুখ।
প্রতিবেদক- আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur