চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
১৯ এপ্রিল সোমবার দুপুরে পৌর এলাকার মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মেহেদী মিরপুর গ্রামের চৌকিদার বাড়ির জুয়েলের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, মিরপুর গ্রামের তালুকদার বাড়ি থেকে চৌকিদার বাড়িতে যাওয়ার সময়ে ইট ভাঙ্গানো একটি মেশিনবাহী গাড়ী শিশুকে চাপা দেয়।
পরে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রতিবেদকঃশিমুল হাছান, ১৯ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur