Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
accident

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চাঁদপুরের রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়।

১১ অক্টোবর সোমবার রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে দক্ষিণ পাশে চৌয়াল বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১১ট সময় রাস্তায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত যুবকের নাম মো. সোহাগ (২০) পিতা মরহুম ওয়ালী উল্যাহ। নিহত সোহাগের বাড়ি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বেপারী বাড়ি। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে এবং সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে নিশ্চিত করেন।

জানা যায়, সোহাগের বাবা কালির বাজারে ফলের ব্যবসা করতেন। গত দুই মাস পূর্বে তিনি উত্তর বঙ্গ থেকে ফল কিনে আসার পথে  টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃ বাহার মিয়া জানান,  সড়ক দুর্ঘটনার খবর শুনে আমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং নিহতের পরিবারের লোকজন লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে না করে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ১২ অক্টোবর ২০২১