চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পড়া নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৪ জুন বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ বাজারে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার।
এসময় বাজারে আসা ক্রেতা-বিক্রেতেরা মুখে মাস্ক না পড়ায়, সামাজিক দূরত্ব বজায় না রাখায় ১২ টি মামলায় ৩ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট শারমিন আক্তার জানান, লকডাউন শিথিল হওয়ার সাথে সাথে বাজারে আসা অধিকাংশ ক্রেতা-বিক্রেতরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা ভুলে গিয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করছে। সকলকে সুরক্ষিত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকঃ শিমুল হাছান, ২৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur