চাঁদপুর ফরিদগঞ্জ থানা পুলিশ এক বছরের সাজা,৫ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত একজন এবং তিন মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে আটক করেছে।
এছাড়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি স্বামী-স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটকের পর শুক্রবার সকালে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।
ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরমান্দারী গ্রামের নোয়াবাড়ীর জসিম উদ্দিনকে নিজ বাড়ী থেকে আটক করে পুলিশ। সে একটি চেক জালিয়াতি মামলার এক বছরের সাজা ও ৫ লক্ষ ৭০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি।
অপরদিকে,রূপসা বাজারের ফার্নিচারের দোকানদার আ: রাজ্জাক ও সুমন ডেইরী ফার্মের স্বত্ত্বাধীকারী আলমগীর হোসেনকে আটক করা হয়। তারা উভয়েই তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি।
এছাড়া পৃথক তিনটি সি আর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি দায়চারা গ্রামের মনির হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম, সাচনমেঘ গ্রামের সালাউদ্দিন ও ভোটাল গ্রামের মাসুদকে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান,সাজাপ্রাপ্ত তিন আসামিসহ ৭ জনকে আটকের পর শুক্রবারে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদকঃশিমুল হাছান,২৮ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur