চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে সাথী আক্তার (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি দুই সন্তানের জননী ছিলেন। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের ছৈয়াল বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আত্মহত্যাকারি সাথী আক্তার ওই গ্রামের নাছির ছৈয়ালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে সাথী আক্তারের সঙ্গে নাছির ছৈয়ালের বিয়ে হয়। প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও সম্প্রতি নাছির পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ও মান-অভিমান বাড়তে থাকে।
নিহতের বাবা মোখলেছ জানান, একাধিকবার চেষ্টা করেও সাথী তার স্বামীকে পরকীয়ার সম্পর্ক থেকে ফেরাতে পারেননি। শুক্রবার সন্ধ্যায় আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে থানায় খবর দেন। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur