Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি ও মাসিক সভা
স্বাধীনতা দিবস

ফরিদগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি ও মাসিক সভা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে ও ইউএনও শিউলী হরির সঞ্চালনায় এ সভা শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্রাফ আহাম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট।

সভায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোকপাত করেন এবং দিবসগুলো উদযাপনের জন্য দিক নির্দেশনা প্রদান করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ১০ মার্চ ২০২২