Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট
স্বর্ণের

ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট

চাঁদপুরের ফরিদগঞ্জের বাংলাদেশ জুয়েলারি সমিতির উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমার দাসের মালিকানাধীন শ্রীগুরু জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ মে) গভীর রাতে উপজেলার প্রাণকেন্দ্রে উপজেলা পরিষদের গেইটের অদূরে অবস্থিত “শ্রীগুরু জুয়েলার্স” এ চুরির ঘটনা ঘটে।
চোরের দল দোকানের সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে এবং কলাপসিবল গেইটের তিনটি তালা ভেঙে ভেতরে ঢুকে। তারা দোকান তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দোকান মালিক দাবি করছে।

রোববার (১৮ মে) সকালে দোকানে এসে চুরির বিষয়টি প্রথমে টের পান দিলীপ কুমার দাসের বড় ছেলে বিশ্বজিৎ দাস।

তিনি জানান, “প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা, ভেতরে সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করা হয়েছে।”

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদগঞ্জ থানার পুলিশ, বাজার ব্যবসায়ী কমিটি এবং বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “এ ধরনের চুরি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। চোরদের শনাক্ত করতে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। চুরির ঘটনায় তদন্ত চলছে এবং চোরদের গ্রেফতারের জন্য আমরা কাজ করছি”

উল্লেখ্য, এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মহল।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ মে ২০২৫