কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী, ফেনী,লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্পের এল.এল.পি পাম্প বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২১ ডিসেম্বর সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১০ টি ইউনিয়নে সভাপতি,সাধারণ সম্পাদক ও কোষাদক্ষ করে স্ক্রিম এর কমিটি গঠন করে প্রতিটি কমিটির হাতে একটি করে এল.এল.পি সেচপাম্প বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কৃষি অফিসার নুরে আলম, মাকসুদুর রহমান, মুকবুল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন।
প্রতিবেদক:শিমুল হাছান,২১ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur