ফরিদগঞ্জে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএম) আয়োজিত স্ট্রেনদেন্থ্ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্) প্রকল্প, ফেইজ-২ প্রকল্পের মাইগ্র্যান্টস রাইটস প্রোটেকশন কমিটি (এমআরপিসি) সদস্যের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরিদগঞ্জের আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের হলরুমে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং সিমসের সদস্যগণের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সমন্বয়ক (সিমস্) মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার নাজমুল হাসান।
প্রধান প্রশিক্ষক তার প্রশিক্ষণ উপস্থাপনায় সম্ভাব্য অভিবাসী ও তাদের পরিবারের মধ্যে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ, প্রবাসী পরিবারের জন্য আর্থিক সাক্ষরতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনাসহ অভিবাসন নারী ও পুরুষ কর্মীদের জন্য আইনি সহায়তা ও অভিযোগ ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিতকরণ বিষয়ক বিভিন্ন প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি তার প্রশিক্ষণে আরও বলেন, যেহেতু দেশের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের খাত রেমিট্যান্স, সেহেতু এদের অধিকার ও সুরক্ষায় সকল সেবা সম্পর্কে তাদের সঠিকভাবে অবহিত হতে হবে। যারা বিদেশ গমনে ইচ্ছুক, তারা অবশ্যই যথাযথভাবে ভাষা শিক্ষা ও সঠিক কাজের ধারণা নিয়ে বিদেশে গেলে প্রতারিত হবার সুযোগ একদমই কম থাকবে। দালালদের খপ্পরে পড়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হন, তারা যদি আগেভাগে সবকিছু জানত তাহলে ক্ষতিগ্রস্ত হতো না।
এসময় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার রফিকুল ইসলাম, ১৫নং ইউনিয়ন সিমসের সভাপতি নুরুল ইসলাম ফরহাদ, চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গফুর, ১৫নং ইউনিয়ন সিমসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ১৬নং ইউনিয়ন সিমসের কাওসার হোসেন, ৮নং পাইকপাড়া ইউনিয়নের সিমসের সোশ্যাল মনিটাইজার মো. তারেক হোসেন, ৭নং পাইকপাড়া ইউনিয়নের এনামুল হাসান, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের হালিমা আক্তার, ১৬নং রূপসা ইউনিয়নের সুরভী আক্তার, ১৫নং রূপসা ইউনিয়নের মুক্তা আক্তার প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ নভেম্বর ২০২৪