ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির মানববনন্ধন

বীর বাঙ্গালী জাগো-সাম্প্রদায়িকতা রুখো এই স্লোগান নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মানববন্ধন হয়েছে ফরিদগঞ্জে।

শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ থানা রোডে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা: পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার , সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, পূজা পরিষদ পৌর শাখার সভাপতি পরেশ চন্দ্র দাস, উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক বিশ্বজিৎ দাস, প্রনয় চক্রবর্তী, প্রবীর দাস, ঠাকুর কৃষ্ণ দেবনাথ, কৃষ্ণকমল দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুদীর্ঘকাল ধরে এদেশে সকল ধর্মের লোকজন একসাথে বসবাস করে আসছে। কিন্তু কিছু লোকের জন্য আমাদের এই সম্প্রীতি বিনষ্ট হতে চলেছে। ধর্ম নিয়ে যিনি বাড়াবাড়ি করবেন, তার কোন অপরাধ করে থাকলে তার বিচার আমরাও দাবী করে। কিন্তু এর জন্য বাড়ি ঘর জ¦ালিয়ে দেয়া কোন শুভ লক্ষণ নয়। তাই আসুন সাম্প্রদায়িকতার বিষবাষ্প্য দূরীভূত জাতির পিতপর সোনার বাংলা গড়কে সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে কাজ করি।

প্রতিবেদক:শিমুল হাছান,৮ নভেম্বর ২০২০

Share