চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১৩নং ফরিদগঞ্জ (উত্তর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদিনের ৭ম মৃত্যুবার্ষিকীতে ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বাদজুমা ফরিদগঞ্জের তুলাতলী জামে মসজিদ, চতুরা জামে মসজিদ, পশ্চিম বড়ালী মন্তি খা জামে মসজিদ, পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ি জামে মসজিদ, পূর্ব বড়ালী সারেং বাড়ি জামে মসজিদে মরহুমের জন্য দোয়ার আয়োজন করা হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন মরহুমের বড় ছেলে সাউথিস্ট ব্যাংকের ব্যাংকার মো. হাবিবুর রহমান রুবেল ।
নিজস্ব প্রতিনিধি, ১৬ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur