চাঁদপুরের ফরিদগঞ্জ পুলিশের অভিযানে জিআর মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শরীফ শেখ বাবুকে গ্রেফতার করেছে।
শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে থানার এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভাটিয়ালপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ শরীফ শেখ বাবুকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,৭ ডিসেম্বর ২০২৪