ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ‘দেশ ও মানুুষের কল্যাণে কলম চালিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নীতি-নৈতিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকরা সমাজের দর্পণ কথাটি ভুুলে গেলে চলবে না। সাংবাদিকরা সবসময় সত্য ঘটনা প্রকাশ করবে এটা সবার প্রত্যাশা। কোনো কোনো সাংবাদিক নিজ স্বার্থসিদ্ধির জন্য পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করেন। এমন তথ্য প্রচারের কারনে সাংবাদিকদের অনেকে ভালো চোখে দেখেন না, তাই ওই সব সাংবাদিকদের কর্মকান্ড সম্পর্কে সাংবাদিক নেতারা সচেতন থাকতে হবে।’

এ সময় ফরিদগঞ্জে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের তথ্য জেলা সাংবাদিক নেতারা তুলে ধরে সংবাদের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এএইচএম আহছান উল্যাহ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সিনিয়ির সহ-সভাপতি আবদুর রহিম বেপারী (রহিম বাদ্শা), সহ-সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ ফেরদাউস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মো.মহিউদ্দিন, আমান উল্যাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক আবুহেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন সৈকত, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ফরিদগঞ্জ রোটারীক্লাবের সভাপতি মো. কামরুল হাসান সউদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কে.এম নজরুল ইসলাম। প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা শেষে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় ফরিদগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: শিমুল হাছান, ৬ ফেব্রুয়ারি ২০২৩

Share