মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষার জন্য দেশব্যপিী চলমান লকডাউনের কারণে সরকারের খাদ্য উপহার হিসেবে ১০ কেজি চাল নিয়ে সকল শ্রেনীর মানুষের ঘরে ঘরে মেয়র মাহফুজুল হক।
সোমবার ২৭ তম দিনে পৌর এলাকার লামচর, চরবসন্ত ও উত্তর কেরোয়ায় ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ইসমাইল হোসেন সোহেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কুসুম বেগম ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম বেলাল প্রমূখ।
এ সময় মেয়র মাহফুল হক বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে হলে সরকার কর্তৃক ঘোষিত সময়ে জরুরী কাজ ছাড়া বাহিরে না গিয়ে ঘরে অবস্থান করে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে।
তিনি আরো বলেন, দেশের এই দুর্যোগের সময় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলের পাশে এসে দাঁড়িয়েছেন। ফরিদগঞ্জের সাংসদ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপির নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশেই থাকবো।
প্রতিবেদক: শিমুল হাসান,১১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur