ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও টয়লেট নির্মাণ
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি চলাচলের রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী লোকমান হোসেন নামে এক ব্যক্তি সরকারি রাস্তা জবরদখল করে দীর্ঘদিন ধরে সেখানে স্থাপনা নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোঁয়া এলাকায় কালীরবাজার–কাঁটাখালী সড়কের পূর্ব পোঁয়া খাসের বাড়ির সামনে সরকারি চলাচলের রাস্তার ওপর সীমানা প্রাচীর তোলা হয়েছে। সেই সঙ্গে সেখানে টয়লেট নির্মাণের কাজও চলছে। এতে স্থানীয় মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, এ ঘটনায় এলাকাবাসী একাধিকবার বাধা দিলেও দখলদার তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি এলজিইডি ফরিদগঞ্জের কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হয়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর ও টয়লেট নির্মাণের বিষয়টি আমরা জানি। স্থানীয়ভাবে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে তাকে নোটিশ করা হবে। তা না শুনলে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, এ বিষয়ে আমি অবগত না, সরকারি রাস্তা দখলের বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয়দের দাবি সরকারি রাস্তা দখলকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ অক্টোবর ২০২৫