ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু ও কিশোরীর আত্ম-হত্যা

পৃথক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের ৩ কিশোরের মৃত্যু হয়েছে এবং ১ কিশোরী আত্মহত্যা করেছে।২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় হর্ণি দূর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ(১৯) মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীপুরে যাওয়ার পথে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় অটরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর অহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আব্দুল্লাহ ফরিদগঞ্জের দক্ষিন ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেনের ভাতিজা।

একইদিন শুক্রবার রাতে উপজেলা চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে নানার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে স্কুলছাত্রী জোহা আক্তার (১৬) আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। জোহা পার্শ্ববর্তী চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। সে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে সে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে নানান বাড়িতে থাকে। তবে তার আত্মহত্যা প্রেমঘটিত কারণে হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।

অপরদিকে বৈরি আবহাওয়ার মধ্যে শনিবার (২১ডিসেম্বর) বিকেলে উপজেলা বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া এলাকার আব্দুল্লাহ মোহন ইকবাল (১৯) ও শাহাদাৎ হোসেন মজুমদার (১৯) দুই বন্দু মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে বদরপুর সৈয়াল বাড়ির সামনে বেঁড়িবাঁধ সড়কে অটরিক্সার সাথে মুখোমুখি ধাক্কা লাগে গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। শাহাদাৎকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় শাহাদাতের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ইকবাল মূলপাড়া সামসুদ্দিন খান কারিগরি বাণিজ্য কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আব্দুল্লাহ মোহন ইকবাল মূলপাড়া হাজী বাড়ির খাজে আহমদের ছেলে এবং শাহাদাত একই এলাকার মজুমদার বাড়ির ওবায়দুল্লা মিয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম জানান, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যার বিষয়গুলো আইনী প্রক্রিয়াধীন রয়েছে ।

প্রতিবেদক: শিমুল হাছান, ২১ ডিসেম্বর ২০২৪

Share