বক্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নানের কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ঘটনার পর তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জিয়া পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের কঠিন সময় থেকে বর্তমান পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নান গত ২১ নভেম্বর শোল্লা আশেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রকাশ্যে তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এটি অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য।
তিনি আরও বলেন, তার এই বক্তব্যে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে তার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এম. টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য শফিকুর রহমান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, পেয়ার আহম্মদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হোসেন সর্দার, সাবেক সম্পাদক হারুনুর রশিদ পাঠানসহ অন্য নেতাকর্মীরা। বিদেশ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খান।
সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৫ নভেম্বর ২০২৫