চাঁদপুরের ফরিদগঞ্জে শ্মশানের পূণ্য কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন শুভ চক্রবর্তী নামে এক পুরোহিত।
রোববার (২৬ অক্টোবর) দিনগত রাতে চাঁদপুর–ফরিদগঞ্জ–রায়পুর আঞ্চলিক মহাসড়কের নারকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা এ সময় পুরোহিত শুভ চক্রবর্তী ও তার সহযোগী প্রদীপ দাসের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
পুরোহিত শুভ চক্রবর্তী জানান, তিনি ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের বিজয় কৃষ্ণের বাড়িতে এক মৃত ব্যক্তির শ্রাদ্ধ ও পূণ্যকর্ম সম্পাদনের জন্য হাজীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে আসেন। কাজ শেষে রাত প্রায় ১২টার দিকে প্রদীপ দাসকে সঙ্গে নিয়ে ফেরার পথে নারকেলতলা এলাকায় পৌঁছালে চারজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাদের গতি রোধ করে ছিনতাই চালায়।
ঘটনার পর সোমবার (২৭ অক্টোবর) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৭ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur