কুমিল্লার গণ মানুষের নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি গতকাল রোববার স্বপরিবার নিয়ে তার শ্বশুর বাড়ি ফরিদগঞ্জের খাজুরিয়া গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।
পারিবারিক ভাবে আয়োজিত এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান জনপ্রিয় নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ওই এলাকার ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তরুন সমাজ সেবক কামরুল ইসলাম ও এমপি শ্যালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাছান,মোঃ কবির হোসেন।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি স্বপরিবারে তার শ্বশুর বাড়ির নারী পুরুষের সাথে আন্তরিকভাবে কুশলাদি বিনিময় সহ পারিবারিক নানা বিষয় নিয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়।
প্রতিবেদক: শিমুল হাছান, ৫ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur