ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে তোলপাড়
চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পুলিশ সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারের উত্তর পাশের খাড়খাদিয়া গাজী বাড়িতে শেখ রাসেলের জন্মদিন পালন করেন ওয়ার্ড আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল গাজী (৪০), ছাত্রলীগের নেতা ইয়াসিন গাজী (২৮), ফয়সাল গাজী (২১), আব্দুল কাদের গাজী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ গাজী (২৮)। জন্মদিনের আয়োজনে কেক কাটা ও ফেসবুক লাইভ সম্প্রচার করা হয় সবুজ গাজীর আইডি থেকে।
আমার স্বামী শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন—এতে দোষের কী আছে? দেশে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই তো আছে।
এদিকে ফেসবুক লাইভটি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের নজরে আসে। পরে তারা ওই নেতাকর্মীদের চান্দ্রা বাজারে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। এসময় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরদিন (১৮ অক্টোবর) সন্ধ্যার পর চান্দ্রা বাজারের এয়ারটেল টাওয়ারের সামনে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক হাসান বেপারী ও ছাত্রদলের সভাপতি মঈনুদ্দিন জনিসহ কয়েকজন আওয়ামীপন্থী তরুণদের জিজ্ঞাসাবাদ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের আশঙ্কায় তারা সেখান থেকে পালিয়ে যান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওয়ার্ড আওয়ামী নেতা কামাল গাজীর স্ত্রী ফাহিমা বলেন, আমার স্বামী শেখ রাসেলের জন্মদিন পালন করেছেন—এতে দোষের কী আছে? দেশে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই তো আছে। ফেসবুকে অনেকেই তো এমন করে। এজন্য পুলিশ পর্যন্ত আমাদের বাড়িতে এসেছে। এটা অন্যায়।
অন্যদিকে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় যুবদলের ৫নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক বাদী হয়ে ১৮ অক্টোবর শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তারা পলাতক রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম চাঁদপুর টাইমসকে বলেন, চান্দ্রা বাজার এলাকার গাজী বাড়িতে শেখ রাসেলের জন্মদিন পালনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৯ অক্টোবর ২০২৫