সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শীর্ষ মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার
মাদক

ফরিদগঞ্জে শীর্ষ মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২ হাজার ৫০০ টাকা, একটি ডেগার ছুরি ও একটি কেঁচিসহ শীর্ষ মাদক কারবারি মো. রতন ওরফে রতন রাড়ী (৩৬)কে গ্রেপ্তার হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রতনের বিরুদ্ধে এ পর্যন্ত ৮টি মাদক মামলা ও ৪টি অন্যান্য মামলা রয়েছে। মাদক বিক্রির অপরাধে তাকে আগে ৮ বার গ্রেপ্তার করা হলেও সে আদালত থেকে জামিন পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা রয়েছে।

মাদক কারবারি রতন রাড়ী ওই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রাড়ী বাড়ির ভোলা বাড়ি/সেকা বাড়ির সেকান্দর সেকা রাড়ীর ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, শীর্ষ মাদক কারবারি রতনকে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,১২ আগস্ট ২০২৫