Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
মাদক

ফরিদগঞ্জে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি ফারুক বেপারি ওরুপে লতা ফারুক(৩০) গ্রেফতার।

রোববার ২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের লেপ্টেনেন্ট কর্নেল নাঈম ও সিনিয়র অফিসার জিয়াউল হক, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলমের নেতৃত্বে এস.আই জাহাঙ্গীর আলম ও এরশাদ এবং হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন সুমন সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বিশকাটালি এলাকায় অভিযান পরিচালনা হয়।
এসময় ১১’শ২৫ পিস ইয়াবা, ১১ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৭২ পিস ফেনসিডিলসহ চাঁদপুর সদর উপজেলার শির্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি ফারুক বেপারীকে গ্রেফতার করা হয়।

আটককৃত ফারুক ব্যাপারি চাঁদপুর সদর উপজেলার উত্তর গোবিন্দিয়া এলাকার মৃত হোসেন বেপারির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি ফারুক চাঁদপুর সদরে পরিচিত শির্ষ মাদক ব্যবসায়ী হওয়ায় ফরিদগঞ্জ উপজেলার সিমান্ত এলাকার নিজ পরিচয় গোপন রেখে গত প্রায় দেড় মাস পূর্বে ফরিদগঞ্জের সিমান্ত এলাকায়
বাসা ভাড়া করে পাইকারি মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে ফারুক ব্যাপারি প্রকাশ লতা ফারুকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ফারুক প্রকাশ লতা ফারুকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে জিজ্ঞাসাবাদে মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৩ মার্চ ২০২৫