চাঁদপুরের ফরিদগঞ্জে জেলা তথ্য অফিস কতৃক শিশু মেলা উপলক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিআরডিবির মাঠে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে উপজেলা প্রথামিক সহকারী শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেনের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ রাশেদা আক্তার (শিক্ষা ও আইসিটি), জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, ফরিদগঞ্জ থানার তদন্ত(ওসি) প্রদীপ মন্ডল এবং কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যান উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাছান মিরাজ, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু, মো. জাহাঙ্গীর পলোয়ন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান খলিল, মো. সোহেল হোসেন রানা, পৌর সেচ্ছা সেবকলীগের আহবায়ক মো. শিমুল পাটওয়ারীসহ নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ সবাই শিশুমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১১ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur