Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে জরিমানা
শিয়ালের

ফরিদগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়ালের মাংশ বিক্রির অপরাধে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা জাতীয় সেবা (৯৯৯) এ ফোন করে পুলিশকে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার ও থানার উপ-পুলিশ পরিদর্শক একরামুল হক সঙ্গীয় ফোর্সসহ রুপসা উত্তর ইউনিয়নের রুপসা এলাকায় শিয়ালের মাংস বিক্রির কালে ওই এলাকার কোরবান আলীর ছেলে আমির হোসেন ও মৃত-শহীদ উল্লার ছেলে আ.জব্বারকে আটক করে।

এ সময় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়ে তারা মুক্তি পায়।

এ বিষয়ে উপজেলা সহ-কমিশনার (ভূমি) আজিজুন্নাহার জানান, ‘শিয়লের মাংস ও চামড়া বিক্রির অপরাদে দুই যুবককে ১০ জরিমানা করে আদায় করা হয়েছে।’

প্রতিবেদক: শিমুল হাছান, ১৭ নভেম্বর ২০২২