চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শিক্ষানুরাগী, আলহাজ্ব আবুল হাসেম মজুমদার (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। বুধবার (২৫ জুন) বেলা ২টা ৩০ মিনিটে উপজেলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম আবুল হাসেম মজুমদার ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি উপজেলার ঐতিহ্যবাহী বাসারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দীর্ঘদিন ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয়ভাবে একজন সদালাপী, বিনয়ী ও শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এলাকাবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের মৃত্যুতে শিক্ষা মহলসহ ফরিদগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur