Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রার্থীরা ঐক্যবদ্ধ
শান্তিপূর্ণ

ফরিদগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রার্থীরা ঐক্যবদ্ধ

৫ জানুয়ারী ইউপি নির্বাচনে ফরিদগঞ্জের ১৩ টি ইউনিয়নে, সাধারণ আসন ১১৭, সংরক্ষিত আসন ৩৯ টিতে ভোট গ্রহণ হবে।

২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। শান্তিপূর্ণ নির্বাচন করতে ফরিদগঞ্জ ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে “আমার গণতন্ত্র আমার কাছে দামি, ভোট দেবো তাকে আমি চাইবো যাকে” এই স্লোগানে ২জন সংরক্ষিত এবং ৪ জন সদস্যসহ মোট ৬ প্রার্থী শান্তি পূর্ণ নির্বাচন করতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন।

শান্তি পূর্ন নির্বাচন করতে ৬ জন প্রার্থী “আমার গণতন্ত্র আমার কাছে দামি, ভোট দেবো তাকে আমি চাইবো যাকে” এই স্লোগানে একটি বেনার করে উক্ত ওয়ার্ডে ভোটারদের উৎসাহিত করতে দেখা গিয়েছে এবং ভোটারদের সাড়া ও পেলেছে। প্রার্থীদের এমন উদ্যোগকে সাধাবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

তারা হলেন, উক্ত ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী ইব্রাহিম খলিল (আপেল), মিজানুর রহমান (ফুটবল), জিয়াউর রহমান সোহাগ মোরগ), ফজলুল হক পাটোওয়ারী (টিউবয়েল) এবং সংরক্ষিত মেম্বার পদ প্রার্থী ইয়াছমিন বেগম (বই) ও সেলিনা বেগম (সূর্যমূখী ফুল মার্কায় নিয়ে নির্বাচন করছেন ।

প্রতিবেদকঃ শিমুল হাছান,২৪ ডিসেম্বর ২০২১