ফরিদগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন

মাদকমুক্ত সমাজ বিনির্মাণ ও সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের মালের ভাংতি এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপি নেতা মোঃ ইউসুফ হোসেন মাসুদের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে, যুবদল নেতা সাহাদাত হোসেন ভূঁইয়ার পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে বিভিন্ন অপরাধ থেকে ফেরাতে এবং সাংগঠনিক কাঠামো গতিশীল করতে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের নির্দেশে এ কার্যালয়ের উদ্ভোধন করা হয়েছে। আমরা চাই এই এলাকায় যুবসমাজ সকল ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। সমাজের নানান অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ গড়ে তুলবে এবং পড়া লেখার পাশাপাশি খেলায় মনোযোগী হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এ এম এম টুটুল পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার রোকন, মনির বিএসসি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ পাটওয়ারী।

এ সময় কেক কেটে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে কার্যালয়ের উদ্ভোধন করেন এবং পরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ৫ ডিসেম্বর ২০২৪

Share