ফরিদগঞ্জে ৫ শতাধিক রোগীকে ফ্রী স্বাস্থ্য সেবা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন এর মধ্যে বাসারা হাতেমিয়া ফোরকানিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর এর ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

১৮ নভেম্বর শুক্রবার দুপরে ফ্রী মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার ৫ শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা দেন। এই সময় আয়োজকদের পক্ষ থেকে গরিব রোগীদের ফ্রী ঔষধ দেয়া হয়েছে।

ফ্রী মেডিকেল ক্যাম্পে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, এর ফলে মৃত্যু হার কমে এসেছে। মানুষ এখন দেশেই উন্নত চিকিৎসা নিতে পারছে। তিনি প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র, উপজেলা ও জেলা পর্যায়ে উন্নত চিকিৎসা সেবার ব্যাবস্থা জোরদার করেছেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা নিয়ে পাঠাক আপনারা তাকেই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, জেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, ৩ নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন জুয়েল,আলমগীর হোসেন মেম্বার, রাশেদ পাটওয়ারী, সুমন মেম্বার, জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, আব্দুর রউফ রুবাইয়েত, যুবলীগ নেতা কামরুল ইসলাম পাটওয়ারী সহ এলাকাবাসী। ফ্রী মেডিকেল ক্যাম্পে ৬ জন চিকিৎসক রোগী দেখেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ নভেম্বর ২০২২

Share