ফরিদগঞ্জে সরকারের ঘোষিত শতভাগ লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন থানা পুলিশ।
১৪ এপ্রিল বুধবার সকাল থেকে বিকেল পযর্ন্ত উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজারে গিয়ে অযথা ঘুরাঘুরি না করে মানুষকে ঘরে থাকার জন্য নির্দেশ করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
করোনা ভাইরাসের ২য় ঢেউ প্রকোপ আকার ধারন করায় সরকারের ঘোষিত সাত দিনের কোঠার ভাবে লকডাউন গ্রহন করায় তার বাস্তবায়ন জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি বলেন, দেশে করোনার প্রভাব দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা ঘর থেকে বের না হয়ে নিরাপদ স্থানে থাকুন। কেউ প্রয়োজন ছাড়া রাস্তায় কিংবা বাজারে আসবেন না।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে ১চলছেই, তাই অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। দোকান পাট নিদিষ্ট সময়ের পর খোলা রাখা যাবে না। নিজে সচেতন থাকুন নিজের পরিবারকে নিরাপদ রাখুন।
প্রতিবেদকঃশিমুল হাছান,১৫ এপ্রিল ২০২১