চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। উপজেলার সকদিরামপুর দাখিল মাদ্রাসা থেকে এবার পরীক্ষায় অংশ নেয় চারজন শিক্ষার্থী। তাঁদের একজনও পাস করতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সকদিরামপুর দাখিল মাদ্রাসায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২২৫ জন। শিক্ষক রয়েছেন সাতজন।
মাদ্রাসাটির পরিচালনা কমিটির সদস্য মাহফুজুর রহমান বলেন, ‘৫ আগস্টের এলোমেলো, শিক্ষক ও অভিভাবকদের কিছু সমস্যার কারণে ফলাফলটা খারাপ হয়েছে।’
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনার প্রভাব, শিক্ষক সংকট এবং এবছর পরীক্ষার কড়াকড়ির কারণে ফলাফল প্রত্যাশিত হয়নি। তারপরও শিক্ষার্থীরা ভালো করেছে। আগামী বছর ইনশাআল্লাহ ভালো করবে।’
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, বিষয়টি আমি জেনেছি। বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নিজস্ব প্রতিনিধি, ১০ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur