Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে লায়ন হারুন-অর রশিদের ব্যানারে ছাত্রদলের আনন্দ মিছিল
হারুন

ফরিদগঞ্জে লায়ন হারুন-অর রশিদের ব্যানারে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুন-অর রশিদের ব্যানারে উপজেলা ও পৌর ছাত্রদলের একাংশের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পহেলা জানুয়ারী বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভূঁইয়া, রাসেদ আলম, ছাত্রদলের নেতা ইয়াসিন আখন সুজন, আব্দুল গাফফার, সোহেল রানা, দেওয়ান খোরশেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান টিপু, মো. সাইফুল ইসলাম। ছাত্র নেতা হোসেন পাটোয়ারী, সম্রাট বেপারি, রাসেল মিজি, জুয়েল হোসেন, টিটু তপদার, তাহসিন আলম খুসনুন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বিএনপি নেতা নাছির উদ্দিন পাটওয়ারী, মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান মুজিব, টুটুল পাটওয়ারী , ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম ভূঁইয়া, উপজেলা যুবদল নেতা মো. ফজলুর রহমান ফজলু, সোহেল খান, এমএ কাইউম, শাওন পাঠান, আবু জাফরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের কর্মীসমর্থকরা।

প্রতিবেদক:শিমুল হাছান, ১ জানুয়ারি ২০২৪