ফরিদগঞ্জে লায়ন হারুনের মনোনয়ন পাওয়ায় শোকরানা দোয়া ও মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ মনোনয়ন পাওয়ায় শোকরানা দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্থানীয় দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খান এবং পরিচালনা করেন বিএনপি নেতা মশিউর রহমান রিপন।

দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মিলন, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল কাদির ও আবু ছায়েদ প্রমুখ।

দোয়া মাহফিল শেষে স্থানীয় দলীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি গৃদকালিন্দিয়া বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

স্থানীয় নেতারা বলেন, “লায়ন হারুনুর রশিদ একজন সৎ, ত্যাগী ও জনপ্রিয় রাজনীতিক। তাঁর নেতৃত্বে ফরিদগঞ্জে বিএনপি আবারও ঐক্যবদ্ধ হবে।”

প্রতিবেদক: শিমুল হাছান,
৩ নভেম্বর ২০২৫