ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদকে মনোনয়নের দাবিতে মিছিল-সমাবেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গৃদকালিন্দিয়া বাজার এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়।
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা লায়ন হারুনুর রশিদের পক্ষে স্লোগান দেন এবং তাঁকে ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, লায়ন হারুনুর রশিদ ফরিদগঞ্জের মানুষের কাছে একজন জনপ্রিয়, যোগ্য ও পরীক্ষিত নেতা। তিনি অতীতে এ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বক্তারা আরও বলেন, তৃণমূলের প্রত্যাশা অনুযায়ী লায়ন হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হলে বিএনপি ফরিদগঞ্জ আসনটি পুনরুদ্ধার করতে পারবে এবং দলের সাংগঠনিক শক্তিও আরও সুসংহত হবে।
রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও সোহেল খান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটোয়ারী, বিএনপি নেতা আবু ছায়েদ খান, মশিউর রহমান রিপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ অক্টোবর ২০২৫