Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে লকডাউন না মানায় জরিমানা
লকডাউন

ফরিদগঞ্জে লকডাউন না মানায় জরিমানা

ফরিদগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে মাস্ক ব্যবহার না করায় এবং নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়।

১৭ এপ্রিল শনিবার উপজেলার গাজীপুর বাজার ও পূর্ব চান্দ্রা বাজারে মাস্ক ব্যবহার না করায় এবং নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মাস্ক ব্যবহার না করায় এবং সরকারের নির্দেশনা মোতাবেক নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলায় ৬ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উপজেলার গাজীপুর বাজার ও পূর্ব চান্দ্রা বাজারে মাস্ক ব্যবহার না করায় এবং সরকারের নির্দেশনা মোতাবেক নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে জরিমানা আদায় ও জন সচেতনতায় আমাদের এ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রসঙ্গত, প্রশাসনের নাকের ডগায় ফরিদগঞ্জ সদর বাজারে প্রায় সকল দরনের দোকপাট খোলা রেখেছে ব্যবসায়ীরা।

প্রতিবেদকঃশিমুল হাছান,১৭ এপ্রিল ২০২১