লকডাউনে সরকারী নির্দেশনা না মানায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়ের গোয়াল ভাওর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে ফরিদগঞ্জ, নয়ার হাট, গোয়াল ভাওর বাজারসহ বিভিন্ন স্থানে টহল দেয়। মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে গোয়াল ভাওর বাজারে দুটি দোকান খোলা রাখায় এক দোকানিকে দুই হাজার ও ওপর দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি ঔষধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিরেকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রতিবেদক:শিমুল হাছান,২০ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur