র্যাব-১১ চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খানের সহোদর ও বালিথুবা পুর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন(৫০)কে বুধবার আটক করেছে। রাতেই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
পুলিশ ১১ নভেম্বর বৃহস্পতিবার তাকে নিয়মিত মামলার আসামি হিসেবে চাঁদপুর আদালতে প্রেরন করেন।
আটকের পরিবার সূত্র জানায়, ইটভাটার মালিক জনৈক ওমর ফারুক রাতের আঁধারে পেট্রোল দিয়ে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগে আদালকে মামলা দায়ের করে। তাতে সাবেক এই ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়নকে ৫ নম্বর আসামি হিসেবে চিহ্নিত করে। সেই মামলায় হয়রানি করতেই র্যাবের মাধ্যমে এই আটকের ঘটনা ঘটায়।
আটকের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম জানান, এই মামলার তদন্ত কাজ চলছে। বাদী স্বাক্ষী হাজির করতে পারেন নি। ঘটনা রাতের আঁধারে ঘটেছে। তদন্ত করে সঠিক রির্পোট প্রদান করা হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, র্যাব-১১ শাহাদাত হোসেন নয়নকে আটক করে আমাদের কাছে বুধবার রাতে হস্তান্তর করা এবং বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছি।
প্রতিবেদক: শিমুল হাছান, ১১ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur