উৎসবমুখর পরিবেশে দেশাত্ববোধক গান পরিবেশনার মধ্যদিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে রেনেসাঁ মডেল একাডেমী’র বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
২৫ ডিসেম্বর রোববার সকালে রেনেসাঁ মডেল একাডেমীর মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটি, অভিভবাক, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মো. দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে ও রেনেসাঁ মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আবুল হোসেন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবেব সভাপতি মো. কামরুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, ডাক্তার ইমাম হোসেন সৌরভ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী রেজাউল করিম, জহির হোসেন প্রমুখ।
এক সময়ের অজপাড়াগাঁও খাজুরতলা এলাকাসহ আশেপাশের গ্রাম গুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতিষ্ঠিত মানসম্মত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রেনেসাঁ মডেল একাডেমীর পরিচালনা পরর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরা আচরণ আচরণে ও সঠিক পাঠদানে সন্তুষ্ট হয়ে বিদ্যালয়টির সফলতা কামনা করেছেন অভিভাবক ও অতিথিরা।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৫ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur