ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে রাতের আঁধারে মৌসুমী ফসল কেটে এ কেমন শত্রুতা

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর (দ.) ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকের ফসলী জমির মৌসুমী ফসল (তরকারি) রাতের আধারে কেটে ফেলেছে অজ্ঞাত শত্রুরা।

এ ঘটানায় ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (৬৫৪/১৭/০৭/২০) করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক।

শিক্ষকের জিডির বিবরন থেকে জানা যায়, তিনি তার বাড়ি সংলগ্ন ৫ শতাংশ ভিটি (উঁচু) জমিতে দীর্ঘ এক দশক ধরে মৌসুমী (তরকারি) ফসল চাষ করে আসছি। গত বুধবার দিবাগত রাতে অজ্ঞাত শত্রুরা ঐ জমিতে থাকা পেপে, লাউ, চালকুমরা, ছিম, কই, দুন্দুলসহ বিভিন্ন মৌসুমী ফসল গাছগুলো কর্তন করে ফেলে। যার ফলে ঐ শিক্ষক পরিবারের ফসলসহ আর্থিক ক্ষতি হয়।

শিক্ষক রেজাউল করিম জানান, শত্রুতা করে আমাদের নিকটজন কেউ হয়তো এমন ঘৃণ্য কাজটি করে থাকতে পারে। বর্তমানে আমাদের ঐ ফসলী জমির পাশে দু’টি মাছ চাষের ঝিল আছে। ঝিলগুলোতে কয়েক লক্ষটাকার মাছ আছে।

তিনি আরো জানান, যদি আমার মৌসুমী ফসল নষ্ট করতে পারে, তাহলেতো শত্রুতা করে মাছও নষ্ট করতে পারে। এজন্য আইনি প্রতিকারের জন্য ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

করেসপন্ডেট, ১৭ জুলাই ২০২০

Share