ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে রাতের আঁধারে ফলজ গাছ কেটে দেয়াল নির্মাণের অভিযোগ

ফরিদগঞ্জে রাতের আঁধারে জমি দখলের অভিপ্রায়ে ফলজ গাছ কেটে দেয়াল নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী জহিরুল ইসলাম বাবু ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

সংবাদ পেয়ে শনিবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।

জানা গেছে, উপজেলার পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের মিজি বাড়ির জহিরুল ইসলাম বাবুর সাথে একই বাড়ির মোমিন হোসেনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে বহুবার সালিশী বৈঠক হলে সুরাহা হয়।

জহিরুল ইসলাম বাবু জানায়, মোমিন হোসেনগংদের সাথে জমি সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি হয়ে গেলেও হঠাৎ করে গত শুক্রবার রাতে তারা একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার সৃজনকৃত বাগানের ফলজ গাছপালা কেটে আমাদের ইট বালি সিমেন্ট রেখে দেয়াল নির্মাণের চেষ্টা করে। আমরা বিষয়টি জেনে বাঁধা দিতে গেলে তারা আমাদের হুমিক দেয়। ফলে বাধ্য হয়ে ফরিদগঞ্জ থানায় শুক্রবার রাতে লিখিত অভিযোগ করলে থানা পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করার নিদের্শনা দেন।

এব্যাপারে মোমিন হোসেন জানান, সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে বলে তিনি স্বীকার করে জানান, তারা পৈত্রিক ভাবে এই সম্পত্তির মালিক । ইতিপুর্বে বহুবার সালিশ বৈঠক হলেও সালিশদাররা পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। তিনি আরো বলেন, আমি প্রবাসে থাকি আমার ছুটি শেষ তাই রাতের আধারেই কাজ করছি।

ঘটনার ব্যাপারে ফরিদগঞ্জ থানার এএসআই মো: মহিউদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখতে অনুরোধ করেন। জমি সংক্রান্ত বিরোধ থাকলে আইনি বা শালিশ প্রক্রিয়ায় নিষ্পত্তি করার জন্য নিদের্শনা দিয়েছি।

প্রতিবেদক:শিমুল হাছান,১৩ মার্চ ২০২১

Share