Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা
রবীন্দ্র

ফরিদগঞ্জে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা

ফরিদগঞ্জে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৪ উপলক্ষ্যে খুনজুড়ি শিল্প একাডেমির আয়োজনে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই, শনিবার বিকাল থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পুরস্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার।

উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি আকবর হোসেন মনিরের সভাপতিত্বে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম ফরহাদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ রোটারী ক্লাবের সভাপতি হাজী কামরুল হাসান সাউদ,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ৯ নং (উত্তর) গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, আওয়ামী লীগ নেতা জিএম তাবাচ্ছুম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালী উল্লাহ, দৈনিক যুগান্তর পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি পাভেল আল ইমরান, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমে কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা ফরিদগঞ্জ লেখক ফোরামের সহযোগী সংগঠন খুনজুড়ি শিল্প একাডেমির সফলতা কামনা করেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৩ জুলাই ২০২৪