চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ১’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তালিকাভুক্ত মাদক কারবারি মোঃ মফিজুল ইসলাম পাটোয়ারী (৫২)’কে গ্রেফতার করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ১’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ এপ্রিল ২০২৫