মাদক সেবনের দায়ে ফরিদগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল গাজীকে মাদক সেবনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিব।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ ইসমাইল হোসেন ও সদস্য সচিব মোঃ হাছানের সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে সকল ধরনের দলিয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি বিল্লাল গাজীর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ যৌথভাবে তাকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেন।

দলীয় সূত্র জানায়, যুবদল একটি আদর্শিক ও শৃঙ্খলাবদ্ধ সংগঠন। ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কেউই সংগঠনের পদে থাকতে পারবেন না।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যুবদলের এ সিদ্ধান্তকে সংগঠনের শৃঙ্খলা রক্ষায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৩ নভ্ম্বের ২০২৫