ফরিদগঞ্জে যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে সোহেল সর্দার(৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও এলাকা থেকে তার লাশ উদ্ধারের পর পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন থানা পুলিশ।

জানা গেছে, বড়গাঁও গ্রামের প্রবীন শিক্ষক আবুল বাশার’র ৪ছেলে ২মেয়ের মধ্যে সোহেল ছিলো সবার ছোট। বর্তমানে অপর ৩ ভাই প্রবাসে রয়েছে। সোহেলও প্রবাসে গিয়ে কোন সুফল অর্জন করতে না পেরে দেশে ফিরে আসে। সম্প্রতি সে নেশাগ্রস্থ হয়ে পড়ে। সোহেলের স্ত্রী বিথী আক্তারও  দুই মাস পূর্বে একমাত্র ছেলে আমির হামজা(৪)কে নিয়ে পালিয়ে চলে যায়। স্ত্রীর পালিয়ে যাওয়া অভিমানে সোমবার(১৭ ফেব্রুয়ারী) রাতে তার বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাকে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্তবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এব্যাপারে সোহেলের বড় বোন জান্নাতুল ফেরদাউস বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে মৃতদেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক:শিমুল হাছান,১৮ ফেব্রুয়ারি ২০২৫