চাঁদপুরের ফরিদগঞ্জে এক পল্লীতে নিজ শয়ন কক্ষ থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৫ এপ্রিল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়িতে নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ উদ্দিন ভূঁইয়া ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট। গত কয়েক মাস পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করার পাশাপাশি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা করতো।
আশপাশের লোকজন তাকে ১৪ এপ্রিল দিনের বেলায় দেখলেও তারপর থেকে ঘটনার আগ পর্যন্ত দেখা না যাওয়ায় প্রতিবেশী সালাউদ্দিনসহ তার বসত ঘরের শয়ন কক্ষে জানালা উকি তার লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ- হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম বার ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনসহ পুলিশ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৫ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur